What's new
Nirjonmela Desi Forum

Talk about the things that matter to you! Wanting to join the rest of our members? Feel free to sign up today and gain full access!

কাঁকড়াঃ Interesting Facts (2 Viewers)

Welcome! You have been invited by Xbxx to join our community. Please click here to register.

robinhood

Moderator
Staff member
Moderator
Joined
Mar 19, 2018
Threads
59
Messages
749
Credits
6,886
Lipstick
Television
Birthday Cake
1. পৃথিবীতে 6,700 প্রজাতির কাঁকড়া রয়েছে।

2. Japanese spider crab বিশ্বের বৃহত্তম কাঁকড়া, যা 12 থেকে 13 ফুট পর্যন্ত হয়ে থাকে।

3. Pea Crabs বিশ্বের ক্ষুদ্রতম কাঁকড়া যা .4 থেকে .6 ইঞ্চি ব্যাস পর্যন্ত হয়ে থাকে।

4. কাঁকড়ার একটি দলকে কাস্ট বলা হয়।

5. কাঁকড়া সব দিক দিয়ে হাঁটতে পারে, তবে বেশিরভাগ সময়েই পাশ দিয়ে হাঁটে এবং দৌড়ায়।

6. কাঁকড়া হল decapods (ডেকাপড), যার অর্থ তাদের 10টি পা রয়েছে।

7. স্ত্রী কাঁকড়া একবারে 1000 থেকে 2000 ডিম ছাড়তে পারে।

8. একটি ছোট কাঁকড়ার জীবনকাল গড়ে প্রায় 3-4 বছর, তবে বড় প্রজাতি যেমন Japanese Spider Crab 100 বছর পর্যন্ত বাঁচতে পারে।

9. কাঁকড়া সর্বভুক, শেওলার মতো উদ্ভিদ খায় এবং মলাস্ক, কৃমি এবং অন্যান্য ক্রাস্টেসিয়ান থেকে মাংস পায়।

10. Lump and jumbo lump crab কাঁকড়ার মাংস কাঁকড়ার সাঁতারের পা থেকে আসে।

11. কাঁকড়ার পুষ্টি: কাঁকড়ার মাংসে ভিটামিন বি 12 বেশি থাকে এবং 2-3 আউন্স কাঁকড়ার মাংস প্রাপ্তবয়স্কদের দৈনিক বি 12 প্রয়োজনীয়তা মেটাতে যথেষ্ট।
 

Users who are viewing this thread

Back
Top